বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে যা জানা গেল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২০শে মে ২০২৪
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে বিশ্বকাপ খেলার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগার বাহিনী। তবে প্রচন্ড এক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় টাইগারদের ম্যাচের ভেন্যু হিউস্টন। তাই সিরিজ মাঠে গড়ানো নিয়েও জেগেছিল শঙ্কা। তবে সিরিজের সব ম্যাচই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইউএসএ ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে ইউএসএ ক্রিকেট বোর্ড জানিয়েছে, টেক্সাসের হিউস্টনে বয়ে যাওয়া সাম্প্রতিক বজ্রঝড়ের প্রভাব পড়ছে না বাংলাদেশ সিরিজে। এই সিরিজের ম্যাচগুলো নির্ধারিত সময়ে নির্বিঘ্নেই আয়োজিত হবে।
আরও পড়ুন: মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামের রহস্য জানালেন নিজেই
বাংলাদেশ দল টেক্সাসে পা রাখার পরদিনই ভয়ানক এক ঝড়ে এলোমেলো করে দেয় হিউস্টনকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সকে প্রস্তুত করেছিল অ্যামেরিকান বোর্ড। তবে সেই প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স রীতিমত বিধ্বস্ত হয়ে যায়।
ঝড়ের পর তোলা এক ছবিতে দেখা যায়, যেখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে অস্থায়ী স্থাপনা। মাটির সাথে মিশে গেছে ডাগআউট ও ভিআইপি টেন্ট। সাইটস্ক্রিন ও প্র্যাকটিস নেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে লাইভ স্ট্রিমিং নিয়েও দেখা দিয়েছিল ছিল সংশয়। তবে দ্রুততম সময়ের মধ্যে ভেন্যু খেলার জন্য প্রস্তুত করে তুলেছেন মাঠ কর্মীরা। তাই বোর্ডও তাদের প্রতি জানিয়েছে কৃতজ্ঞতা।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে টাইগারদের নতুন উপাধি দিলেন হাথুরুসিংহে
আগামী ২১, ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
জেবি/আজুবা