যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২১শে মে ২০২৪
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর বসবে ২ জুন। এবার এই আসরের আয়োজকরা হলো ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ মিশনে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই সিরিজ খেলে ওই দেশের আবহাওয়া-উইকেট সম্পর্কে একটা পাবে ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি ম্যাচ মঙ্গলবার (২১ মে) টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
আরও পড়ুন: মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামের রহস্য জানালেন নিজেই
পারফরমেন্সের হিসাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধারে-কাছেও নেই। তবে কন্ডিশনের খাতিরেই শান্তদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সিরিজ।
তিন ম্যাচের এই সিরিজ শুরুর আগে বাংলাদেশ দুই দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে। যুক্তরাষ্ট্রে পৌঁছে দু’দিন বিশ্রামের পর গত রোববার প্রথমদিনের মতো অনুশীলন করেছিল লাল-সবুজ জার্সিধারীরা।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে টাইগারদের নতুন উপাধি দিলেন হাথুরুসিংহে
গত ১৫ মে দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজ শেষে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসি নির্ধারিত ওয়ার্ম-আপ ম্যাচে তারা মাঠে নামবে। ১ জুন ভারতের বিপক্ষে হবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের লড়াই শুরুর আগে সব মিলিয়ে নিজেদের প্রস্তুতির জন্য পাচ্ছে ৫টি ম্যাচ বাংলাদেশ। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে বাকি দুটি ওয়েস্ট ইন্ডিজে।
জেবি/আজুবা