প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধার করল পুলিশ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের শেষ সময়ে পৌরশহরের দেবগ্রাম ভোট কেন্দ্র থেকে প্রকাশ্যে কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ মে) বিকেলে ভোট শেষ হওয়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চকরিয়ায় শনাক্তহীন গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত
জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়ার সমর্থক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা ও তার ছোট ভাই শাহীন মোল্লা লোকজন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে এবং একটি ব্যালট বাক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করলে তারা ব্যালট বাক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরের মধ্যে ফেলে দেয়। পরে পুলিশ পুকুরের থেকে ভাসতে থাকা ব্যালট বাক্সটি উদ্ধার করেন।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম। এ সময় তিনি ব্যালটবক্সটি চেক করে দেখে এর ভোটগুলো অক্ষত অবস্থা থাকায় তা গণনার জন্য প্রিজাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে নির্দেশ দেন।
এমএল/