সিরিজ বাঁচানোর মিশনে রাতে মার্কিন বাহিনীর মুখোমুখি হচ্ছে টাইগাররা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪


সিরিজ বাঁচানোর মিশনে রাতে মার্কিন বাহিনীর মুখোমুখি হচ্ছে টাইগাররা
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। টেনেটুনে সিরিজ জিতলেও টপ অর্ডারের ব্যর্থতা ছিল পুরো সিরিজজুড়ে। জিম্বাবুয়ে সিরিজের পর পরই যুক্তরাষ্ট্র সিরিজ খেলতে আগে-ভাগেই দেশ ছাড়ে টাইগাররা। যেহেতু এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতেও বসতে চলেছে আর সেই সুযোগ হয়তো হাত ছাড়া করতে চান নি টিম ম্যানেজমেন্ট। সেজন্য, নিজেদের কন্ডিশন মানিয়ে নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলছে বাংলাদেশ। তবে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে এবারও টপ অর্ডারের ব্যর্থতায় ভুগেছে টিম টাইগার্স। 


প্রথমবারের মতো আইসিসির সহযোগী সদস্য হয়ে পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের এমন জয়ের মহানায়ক, হারমিত সিং ম্যাচ শেষে বলেছিলেন, বাংলাদেশ হয়তো তাদেরকে গুরুত্ব দেয়নি। যদিও অধিনায়ক শান্ত হারের পেছনে দায় চাপালেন পিচের উপর।


আরও পড়ুন: প্রথম দেখায় যেসব দেশের বিপক্ষে লজ্জায় ডুবেছিল টাইগাররা


তবে ইতিহাস বলছে এবারই প্রথম নয় আগেও বাংলাদেশ অনেক নবাগত দলের বিপক্ষে লজ্জায় ডুবেছে। এর আগেও বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখাতেই জয় ছিনিয়ে নিয়েছে অনেক দেশ। বাংলাদেশকে লজ্জায় ডুবানোর তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ের মতো দলগুলো রয়েছে। এসব দলের বিপক্ষে প্রথম দেখাতেই হেরেছে টাইগাররা।


১৯৯৭ সালে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল কেনিয়া। এ ছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, আফগানিস্তানও বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি জিতেছে। আর স্কটল্যান্ড ও হংকং নিজেদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি টাইগারদের বিপক্ষেই জিতেছে।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের


অতীত থেকে শিক্ষা না নেওয়ায় ২৭ বছর পর আবারও একই ব্যর্থতার ইতিহাস রচনা করলো সাকিব-শান্তরা। তবে দরজায় কড়া নাড়তে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ফেরাটা জরুরি টাইগারদের। তাই প্রথম ম্যাচে লজ্জার হারের কথা ভুলে ঘুরে দাঁড়াতে চায় সাকিব-রিয়াদরা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত বাহিনীর।


সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বৃহস্পতিবার (২৩ মে) ইউএসএ’র বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।


জেবি/আজুবা