হানি ট্র্যাপের শিকার হয়েই খুন হন সংসদ সদস্য আনার!


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪


হানি ট্র্যাপের শিকার হয়েই খুন হন সংসদ সদস্য আনার!
ছবি: সংগৃহীত

কলকাতার নিউটাউনে খুনের শিকার হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ার আজীম আনারকে হানি ট্র্যাপে ফেলে খুন করা হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম।


গণমাধ্যমটি দাবি করেছে, সংসদ সদস্য আনারের ব্যবসায়িক পার্টনার ও ছোটবেলার বন্ধু আক্তারুজ্জামন শাহীন হত্যার পুরো পরিকল্পনা সাজান। আর এ কাজে শিলাস্তি রহমান নামের এক তরুণীকে ব্যবহার করেন তিনি। যার প্রকৃত নাম সিনথিয়া রহমান।


রবিবার (১২ মে) চিকিৎসার কথা বলে ভারতে যাওয়া এমপি আনার শিলাস্তি রহমানের সাথে দেখা করেন। এই তরুণীকে ব্যবহার করেই মূলত সংসদ সদস্য আনারকে ভারতে আনা হয়।


আরও পড়ুন: এমপি আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলেছি: স্বরাষ্ট্রমন্ত্রী


হত্যার ছক কষা আক্তারুজ্জামান শাহীন শুক্রবার (১০ মে) বাংলাদেশে আসেন। কিন্তু ওই সময় শিলাস্তি ওরফে সিনথিয়া ভারতেই অবস্থান করছিলেন। এমপি আনারকে ভারতে নেওয়ার পাশাপাশি শিলাস্তি সরাসরি এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন। এরপর আনারের মরদেহ গুম করতেও বেশ সক্রিয় ভূমিকা রাখেন তিনি।


কলকাতাভিত্তিক গণমাধ্যমটি আরও জানিয়েছে, কিলিং মিশন সাকসেসফুল হওয়ার পর শিলাস্তি রহমান ওরফে সিনথিয়া রহমান বুধবার (১৫ মে) বিমানযোগে কলকাতা থেকে বাংলাদেশে ফিরে আসেন।


হত্যার প্রধান পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এবং এই নারী উভয়ই মাওবাদী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) সাথে যুক্ত ছিলেন বলে গণমাধ্যমটি দাবি করেছে।


আরও পড়ুন: এমপি আনার হত্যার রোমহর্ষক বর্ণনা দিল ডিবি


রবিবার (১২ মে) কলকাতায় যাওয়া এমপি আনার সোমবার (১৩ মে) নিউ টাউনের একটি ফ্ল্যাটে নির্মমভাবে হত্যার শিকার হন। হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর সেগুলো ট্রলি দিয়ে সেই বাড়ি থেকে বের করে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়।


এদিকে শিলাস্তি রহমান নামের এই তরুণীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। বর্তমানে তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।


এমএল/