নৌযান চলাচলে বিআইডব্লিউটিএ'র নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বিকেলের মধ্যে ঘূর্ণি ঝড়ে রূপ নিতে পারে। রাতেই মহাবিপদ সংকেতে যেতে পারে। এ কারণে দেশের অভ্যন্তরে চলাচলরত সকল নৌযানকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (২৫ মে) বিআইডব্লিউটিএ'র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সাগর উত্তাল, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি শুরু
জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
আরও পড়ুন: ‘ঘূর্ণিঝড়’ নিয়ে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি
শনিবার ঘূর্ণিঝড় রেমাল এ পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার (২৬ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় রিমেল উপকূলে আঘাত করতে পারে।
জেবি/এসবি