কুরবানির ঈদে মসলার দাম বাড়ানোর সুযোগ নেই: ভোক্তা ডিজি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪


কুরবানির ঈদে মসলার দাম বাড়ানোর সুযোগ নেই: ভোক্তা ডিজি
ছবি: সংগৃহীত

কুরবানির ঈদকে সামনে রেখে বাজারে মসলার দাম বাড়নোর কোনো সুযোগ নেই বলে উল্লেখ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান বলেছেন, কারণ ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা তিন মাস আগ থেকেই দেশের বাজারে মসলা আমদানি করছেন।


শনিবার (২৫ মে) দুপুরে রাজশাহীতে অনুষ্ঠিত এক কর্মশালা শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, “মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা তিন মাস আগ থেকে এলসি খুলে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মসলা আমদানি করেছেন। সেটি এখন বাজারে মজুদ রয়েছে। তাই এখন ইচ্ছে করলেই এলসির অজুহাতে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এরপরও যদি কেউ দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


আরও পড়ুন: নৌযান চলাচলে বিআইডব্লিউটিএ'র নির্দেশনা


এসময় তিনি ইভ্যালি প্রসঙ্গে বলেন,“ইভ্যালির মালিক ২৭ মাস জেলে ছিলেন, কিন্ত জেলে আটকে রাখলে টাকা পাওয়া সম্ভব নয়। সম্প্রতি ইভ্যালি ব্যবসা শুরু করার পর আমরা তাদের শোকজ করেছি। তারপর কিছু শর্তসাপেক্ষে আলোচনার মাধ্যমেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত যারা নিয়ম মেনে ভোক্তাদের স্বার্থে ব্যবসা পরিচালনা করবেন আমরা তাদের পাশে থাকব। ভোক্তা অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”


জেবি/এসবি