Logo

টাইগার্স ক্যাম্পে ডাক পেয়েও নাম সরিয়ে নিলেন সাইফউদ্দীন

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৪, ০৬:১৪
55Shares
টাইগার্স ক্যাম্পে ডাক পেয়েও নাম সরিয়ে নিলেন সাইফউদ্দীন
ছবি: সংগৃহীত

এমনকি তাকে রেখেই আইসিসিতে স্কোয়াডের তালিকা পাঠিয়েছিল বিসিবি

বিজ্ঞাপন

আর মাত্র কিছুদিন পরেই বসবে এবারের টি-২০ বিশ্বকাপের নবম আসর। নানা নাটকীয়তা শেষে ১৪ মে ১৫ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করে বিসিবি। তবে দল ষোষণার পরই স্কোয়াড নিয়ে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়। দলে অফ ফর্মে থাকা লিটনকে দলে নিলেও বাদ পড়ে টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন। বাংলাদেশের স্কোয়াডে থাকার দৌড়ে অনেকটা এগিয়ে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এমনকি তাকে রেখেই আইসিসিতে স্কোয়াডের তালিকা পাঠিয়েছিল বিসিবি। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তার কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স না পাওয়ায় শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় এমনটিই জানিয়েছিলেন নির্বাচক প্যানেল।

এদিকে সাইফউদ্দিনকে রেখে শনিবার (২৫মে) ২১ সদস্যের টাইগার্স স্কোয়াড ঘোষণা করে বিসিবি। কিন্তু ব্যক্তিগত কারণে সেখান থেকে নাম প্রত্যাহার করেছেন এই পেস অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিপু জানিয়েছেন, ‘সাইফউদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে ৬ জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি, যেন সেসব খেলোয়াড়কে সাদা বলের ট্রেনিংয়ে রাখা হয়। অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিং-ও করবে। দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি।’

তিনি আরও জানান, ‘সাইফউদ্দিন ফোনও করেছিল। সে জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। সে কারণে তিনি জুনের ১০ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবে না, ছুটি চেয়েছে। সেজন্য তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (২৬ মে) সকাল ৯টা থেকে বাংলা টাইগার্স দলটির প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। যেখানে তাদের নিয়ে অনুশীলন ও ভবিষ্যত পরিকল্পনা সাজানো হবে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেই দলে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকদের মতো ক্রিকেটাররা।

জাতীয় দলের নির্বাচক কমিটি এই স্কোয়াড বেছে নিয়েছে। যেখানে ভারসাম্য করা হয়েছে তরুণদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে। পরবর্তীতে এই দলটিকে নিয়ে সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেন্যুতেও ক্যাম্প পরিচালনা করা হবে। এই ক্যাম্পে ক্রিকেটার টেকনিক ও বিভিন্ন পরিস্থিতিতে মানসিকতা ঠিক রাখার ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া বিসিবির এইচপি দলের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD