ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ফায়ার সার্ভিস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪


ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ফায়ার সার্ভিস
ছবি: জনবাণী

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঝড় শুরু হওয়ার পর থেকে ২ জনকে নিহত ও ৪ জনকে আহত অবস্থায় উদ্ধারসহ ১৫৫টি গাছ অপসারণ করেছে সংস্থাটি। এছাড়াও ১৬৩ জনকে ফায়ার স্টেশনে আশ্রয় দিয়েছে।


সোমবার (২৭ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ  তথ্য জানান।


মো. শাহজাহান শিকদার জানান, ঘূর্ণি ঝড় রেমাল শুরু হওয়ার পর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। 


আহত-নিহত উদ্ধার:

চট্টগ্রামের চন্দননগরে দেয়াল ধসে নিহত সাইফুল ইসলাম হৃদয় (২৬) ও পটুয়াখালীর বাউফলের গাছচাপায় নিহত মো. আব্দুল করিম খানকে (৬৫) উদ্ধার করেছে। এছাড়া আহত ২ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে ও ঢাকার কেরানীগঞ্জে ঝড়-বৃষ্টির কারণে উল্টে যাওয়া গাড়িতে চাপা পড়া ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে আহতদের নাম ঠিকানা জানতে পারেনি সংস্থাটি।


আরও পড়ুন: ‘ফায়ার সার্ভিসের চলমান সাফল্য ও সুনাম সমুন্নত রাখতে হবে’


ঝরে রাস্তায় পড়ে যাওয়া গাছ অপসারণ:

রাজধানী ঢাকার রাস্তা থেকে ১৮টি, চট্টগ্রাম বিভাগে ২১টি, বরিশাল বিভাগে ৬৫টি, রাজশাহী বিভাগে ১০টি, খুলনা বিভাগে ৪১টিসহ মোট ১৫৫টি গাছ বিভিন্ন রাস্তা ও বসত বাড়ি থেকে অপসারণ করেছে ফায়ার সার্ভিস।


আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস


আশ্রয় প্রদান:

বরিশালের গলাচিপা ফায়ার স্টেশনে ১২০ জনকে আশ্রয় দিয়েছে ফায়ার সার্ভিস শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ৬৩ জন অবস্থান করছেন। এছাড়াও বরগুনার পাথরঘাটা ফায়ার স্টেশনে ১৭ জন, ভোলা ফায়ার স্টেশনে ২০ জন এবং পিরোজপুরের ইন্দুরকানি ফায়ার স্টেশনে ৬ জনসহ বিভিন্ন ফায়ার স্টেশনে মোট ১৬৩ জনকে আশ্রয় নিয়েছে ফায়ার সার্ভিস।


জেবি/এসবি