বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীতে সাইকেল র্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

"বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) দৃষ্টিনন্দন সাইকেল র্যালিটি রাজধানীর খামারবাড়ি অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউটশন বাংলাদে (কেআইবি) থেকে শুরু করে মানিকমিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের পাশ ঘিরে আসাদ গেট পেরিয়ে গণভবনের সম্মুখ দিয়ে শ্যামলী ঘুরে শিশুমেলা, বাংলাদেশ বেতার ও বিশ্বব্যাংক পেরিয়ে শেরেবাংলা নগর হয়ে পরিকল্পনা কমিশন, সেখান থেকে জাহাঙ্গীর গেটে ইউ টার্ন নিয়ে নাখালপাড়া হয়ে ফার্মগেট কারওয়ান বাজার হয়ে হাতিরঝিল, অতঃপর হাতিরঝিল চক্কর দিয়ে মাই টিভি ভবন পেরিয়ে খোলা ময়দানে গিয়ে শেষ হয়।
বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
আরও পড়ুন: স্ত্রীর চিকিৎসার কথা বলে সিঙ্গাপুর গেছেন বেনজীর
আয়োজকেরা জানান, আমিষের নিয়ামক উৎস দুধ। দুধের কোন বিকল্প নেই। জনসাধারণের জন্য নিরাপদ দুধ উৎপাদন নিরলস কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর। পাশাপাশি স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনেও কাজ করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর ১১টি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের দুধ খাওয়ানো হবে। শনিবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষেই মুলত আজকের এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. গোলাম রব্বানী বলেন, আগামীকাল ১লা জুন সারাদেশের ৬৪ জেলায় বিশ্ব দুগ্ধ দিবস পালন হবে। এই দিবস উপলক্ষে প্রতিটি জেলা শহর ও রাজধানীতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।বাংলাদেশ দুধ উৎপাদনে কতটা সক্ষমতা অর্জন করেছি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাংস ও ডিমের তুলনায় দুধ উৎপাদনে পিছিয়ে আছি। তবে নিজস্ব সংকর জাত নির্বাচনের মাধ্যমে দুধ উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়েছে, দেশে দুধ উৎপাদন ৭০ শতাংশ সম্ভব হয়েছে।
এমএল/