স্বামীর ছুরিকাঘাতে ঈশ্বরদী ইপিজেড গেটে মহিলা কর্মী নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিনা বেগম (২৯) নিহত হয়েছেন। রবিবার (২ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড এর সামনে এ ঘটনা ঘটে।
জানা যায় নিহত ইপিজেড কর্মী রিনা বেগম (২৯) রাজশাহীর বাঘা থানাধীন আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাই নবাবগঞ্জের মিলনের স্ত্রী । মৃত রিনা বেগম রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠিানে কর্মরত ছিলেন । ছুরিকাঘাতে পর নিহতের স্বামী মিলনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
জানতে চাইলে এ বিষয়ে ঈশ্বরদী থানার (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, তারা স্বামী স্ত্রী দুজনেই আলাদা থাকতো এবং নিহতের স্বামী মাদকাসক্ত ছিল । এ ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়েছে। নিহতের স্বামী মিলন নবাবগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাকের ২ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ জিয়া সাংস্কৃতিক পরিষদ আঁকড়ে বেপরোয়া হয়ে উঠেছে যুবলীগের ৩ কর্মী

পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পাবনায় সড়কের পাশে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
