মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিষয়ে তদন্ত কমিটি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২রা জুন ২০২৪


মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিষয়ে তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার কারণ খুঁজতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


রবিবার (২ জুন) মালয়েশিয়ার শ্রমবাজারে সৃষ্ট সংকট তৈরি নিয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।


আরও পড়ুন: টেকসই নগরায়ন এবং পরিকল্পিত ও সাশ্রয়ী আবাসনে সহযোগিতা প্রদানে আগ্রহী ভারত


এ সময় প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন এবং তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে। যারা সংকট ‍সৃষ্টির জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শফিকুর রহমান বলেন, শুক্রবার (৩১ মে) পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ কর্মীকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র দেওয়া হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে। আর ৩১ মে পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন মালয়েশিয়ায় গেছেন। সে হিসেবে ১৬ হাজার ৯৭০ জন যেতে পারেননি।


আরও পড়ুন: এবারের ঈদে স্টিমারের বিশেষ সেবা


প্লেন ভাড়া বেশি নেওয়া হয়েছে কি না সে বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে। সিন্ডিকেটে সরকারের কোনো আস্থা নেই। সব এজেন্সিই যেন কর্মী পাঠাতে পারে সেটা চায় সরকার।


এ সময় প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন বলেন, মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা তদন্ত কমিটির কাছে তাদের অভিযোগ করতে পারবে। তাদের টাকা ফেরত দেয়ার পরিকল্পনা আছে।


এমএল/