কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪


কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
ফাইল ছবি

এবারের ইদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার।


সোমবার (৩ জুন) সচিবালয়ে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 


প্রতিমন্ত্রী বলেন, “এবারের কোরবানির ঈদে প্রতি বর্গফুট চামড়ার দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে প্রতি পিচ চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকায় প্রতি পিচ গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা এবং ঢাকার বাহিরে ১ হাজার টাকা।”


আরও পড়ুন: শিং ভাঙা পশু কোরবানি করা নিয়ে কি বলছে ইসলাম?


ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া দাম ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর নির্ধারণ করা হয়েছিল ৫০ থেকে ৫৫ টাকা। আর এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৪৫ থেকে ৪৮ টাকা।


আরও পড়ুন: রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট


অপরদিকে, এবারের ঈদে খাসির চামড়ার ক্রয়মূল‍্য প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল‍্য ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।


জেবি/এসবি