কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম
বিজ্ঞাপন
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
বিজ্ঞাপন
আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অ্যধ্যক্ষ প্রফেসর মির্জা মো. নাসির উদ্দিন, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও নাগরিকবৃন্দ।
বিজ্ঞাপন
এমএল/