এসএমপির আজবাহার আলীর চমক
ভারতীয় চিনির সবচেয়ে বড় চালান আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪
ভারত থেকে আসা অবৈধ চিনি বোঝাই ১৪টি ট্রাকসহ চোরাকারবারিদের একটি কার ও মোটর সাইকেল আটক করেছে এসএমপি পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিত্বে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো আটক করা হয়। এ পর্যন্ত এটি আটককৃত চালানের মধ্যে সবচেয়ে বড় চালান।
জানা যায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থানা এলাকায় সীমান্ত দিয়ে পার হয়ে এসএমপির জালালাবাদ থানার দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে চোরাকারবারিরা ১৪টি চিনি বোঝাই ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। আটককৃত চিনির অনুমানিক বাজার মুল্য ২ কোটি টাকা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: মধ্যরাতে ভারী বৃষ্টিতে ডুবল সিলেট নগরীর বহু এলাকা
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। তিনি অভিযানে চিনির ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, ৩ লাখ মানুষ পানিবন্দি
জালালাবাদ থানার সহকারি পুলিশ কমিশনার কামরুল ইসলাম জানান, মোট কত বস্তা চিনি হবে তা বলা এখন বলা যাচ্ছে না, আসামিদের আটকের চেষ্টা চলছে।
জেবি/এসবি