ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনতে কালোটাকা সাদার সুযোগ রাখা হয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা।
আরও পড়ুন: বিশ্বব্যাংকের কল্পিত দুষ্ট ব্যক্তি আমি ছিলাম: অর্থ উপদেষ্টা
তিনি বলেন, অকারণে কালোটাকা নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। খুব সংরক্ষিতভাবে আমরা সামনে এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কোনো প্রকার কষ্ট না হয়। মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। আর সেদিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট আমরা ঘোষণা করেছি।
এ সময় তিনি আরও বলেন, জনগনই আওয়ামী লীগের মূল শক্তি, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে ৷দেশের জনগনকে সাথে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নয়নের ধারা অব্যহত রাখা ও উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগী হতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সভা শেখ হাসিনা।
আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও ৬ মাস অপেক্ষা করতে হবে: অর্থমন্ত্রী
আমদানির খরচ বৃদ্ধি পাওয়ায় নিত্যপণ্যের দাম বেড়েছে, উন্নত অনেক দেশ হিমসিম খাচ্ছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যাতে ভালোভাবে জীবনধারণ করতে পারে সেই লক্ষেই বাজেট দেওয়া হয়েছে।
এমএল/