এমপি আনার হত্যা: ১৪ দিনের রিমান্ডে সিয়াম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪


এমপি আনার হত্যা: ১৪ দিনের রিমান্ডে সিয়াম
সিয়াম - ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার সিয়াম হাওলাদারকে ১৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাতের আদালত।


শনিবার (৮ জুন) সিয়ামকে বারাসাতের স্পেশাল কোর্টে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঙ্গীতা লেট এ রায় দেন।


এর আগে এই সংসদকে খুনের ঘটনায় ভারতীয় পুলিশের অনুরোধে নেপালে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন সিয়াম। পরে তাকে হেফাজতে নেয় কলকাতা গোয়েন্দা পুলিশ (সিআইডি)।


আরও পড়ুন: আনার হত্যায় এবার আওয়ামী লীগ নেতা আটক


এমপিকে খুনের ঘটনায় ভারতীয় পুলিশের অনুরোধে নেপালে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন সিয়াম। পরে তাকে হেফাজতে নেয় কলকাতা গোয়েন্দা পুলিশ (সিআইডি)।


বাংলাদেশের ভোলা জেলার বোরহানউদ্দিনের বাসিন্দা সিয়াম। পিতা আলাউদ্দিন বালি। ৩৩ বছর বয়সী সিয়াম এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিলেন।


আরও পড়ুন: ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন আনারের মেয়ে ডরিন


শনিবার ভারতে সাপ্তাহিক ছুটির দিন থাকায় তাকে বারাসাতের স্পেশাল কোর্টে তোলা হয়।


এদিকে, এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হারুন অর রশীদ শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে বলেছেন, “এমপি আনারের মরদেহ গুমের সাথে সিয়াম হোসেনও জড়িত। আর হত্যাকাণ্ডের মূলহোতা আখতারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আনার চেষ্টা চলছে।”


জেবি/এসবি