শেষ হলো জাতীয় ফল মেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪
'ফলে পুষ্টি অর্থ বেশি-স্মার্ট কৃষির বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে শেষ হলো জাতীয় ফল মেলা।
শনিবার (৮ জুন) বিকেলে বিএআরসি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
গত বৃহস্পতিবার (৬ জুন) কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়।
আরও পড়ুন: আশা জাগাচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্প
ওইদিন সকাল ১০টায় কেআইবি চত্বরে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। ফল মেলায় ৮টি সরকারি ও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব বয়সী মানুষের জন্য মেলা উন্মুক্ত ছিল।
আরও পড়ুন: কৃষিপণ্য রপ্তানির প্রতিবন্ধকতা দূর করা হবে
এ সময় সাজ্জাদুল হাসান এমপি, কৃষি মন্ত্রণালয় সচিব ওয়াহিদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসসহ অনান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেবি/এসবি