আশা জাগাচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্প
মো. রুবেল হোসেন
প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪
বিশ্বে অন্যতম চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন কৃষির উপর বেশি প্রভাব ফেলেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে দেশের ১৬ জেলায় বাস্তবায়ন হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প। এ প্রকল্পের ফলে ১৬ জেলার প্রান্তিক কৃষকদের মধ্যে আশা জাগিয়েছে। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগের ফলে প্রকল্প এলাকায় শস্য নিবিড়তার হার ১৭৬ থেকে ১৭৮ শতাংশে বৃদ্ধি হবে। প্রকল্পটির লক্ষ্য উৎপাদনশীতা বৃদ্ধি করা।
১২টি জলবায়ু স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে প্রকল্প এলাকায় সেচের পানি সরবরাহ দক্ষতা ৫০ শতাংশ সাশ্রয়ী হচ্ছে। প্রতিবছর ১২০ টন দানাদার বীজ, ৪০ টন ডাল জাতীয় ফসলের বীজ এবং ৪০ টন তেল জাতীয় ফসলের বীজ উৎপাদন বৃদ্ধি হচ্ছে।
প্রকল্পটি জলবায়ুসহিষ্ণু ফসল উৎপাদন করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে কীভাবে প্রতিকূল অবস্থায় কাজ করা যায় সেই উদ্যোগ নিয়েছে প্রকল্পটি।
আরও পড়ুন: কৃষিপণ্য রপ্তানির প্রতিবন্ধকতা দূর করা হবে
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০২৬ সালের জুন মাসে শেষ হবে। বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৮ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৮৪ কোটি ৮০ লাখ টাকা বাকি ব্যয় নিবারণ হবে সরকারি কোষাগার থেকে।
নরসিংদী, ময়মনসিংহ, চট্টগ্রাম, লক্ষীপুর, কক্সবাজার, সিলেট, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, যশোর, নড়াইল, বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জানা যায়, কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের প্রথম পর্ব চলাকালীন কৃষিতে বিপর্যয় ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে এ সেক্টরের দুর্বলতা ও ঝুঁকি চিহ্নিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতিক্রিয়া হিসেবে উপজেলায় কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে জীবিকা অভিযোজন চালু হয়েছে।
আরও পড়ুন: রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন
এলসিসি শস্য, শাক-সবজি, উদ্যানতত্ত্ব, সেচ, মিঠা পানির উৎস, জৈব শক্তি, প্রাণিসম্পদ ও বনজ খাতের বিকল্প গুলো চিহ্নিত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নতিসাধনে সমন্বিত কৃষি উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংক সহায়তা প্রদান করছে।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পটি দেশের ২৭ উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। এ অঞ্চলগুলোতে জলবায়ু সহিষ্ণু কৃষির তেমন কোন প্রকল্প গ্রহণ হয়নি। ফলে কৃষি খাতে উন্নয়ন কাঙ্খিত হয়নি। ধীরে ধীরে এ অঞ্চলের জনগোষ্ঠী আর্থিকভাবে পিছিয়ে পড়েছে। এ সকল কারণেই বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার।
এমএল/