Logo

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৪, ০২:৩২
52Shares
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন
ছবি: সংগৃহীত

আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম

বিজ্ঞাপন

কৃষি কার্যক্রম যান্ত্রিকীকরণ ও কম সময়ে চারা রোপণের জন্য আউশ মৌসুমে প্রথমবারের মত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণের সূচনা করা হয়েছে। 

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু। আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম।

এসময় কৃষি কর্মকর্তা বলেন, সমলয় চাষাবাদ পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধান রোপণ করলে প্রতি ঘণ্টায় ১ জন শ্রমিকের মাধ্যমে ১ বিঘা জমিতে চারা রোপণ করা যায়। এভাবে প্রতিদিন ৮ ঘণ্টায় ৮ বিঘা জমি চাষ করলে খরচ ও অর্থের অপচয় কমে যাবে। সনাতন পদ্ধতিতে ৮ বিঘা জমিতে ৩৫ জন শ্রমিক লাগবে। খরচ তিনগুণ বেশি হবে। স্থানীয় কৃষকেরা কৃষি অফিসের সহায়তায় এই এলাকায় প্রথমবারের মতো সমলয় পদ্ধতির চাষ শুরু করেছেন। এতে করে সমলয় পদ্ধতিতে ধান চাষে সময়, শ্রম ও খরচ কম লাগবে। উৎপাদনও হবে বেশি। এতে লাভবান হবেন কৃষকেরা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD