Logo

বেনজীরের স্ত্রী-কন্যাদের সময় দিল দুদক

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৪, ০৩:৫৬
58Shares
বেনজীরের স্ত্রী-কন্যাদের সময় দিল দুদক
ছবি: সংগৃহীত

বেনজীরের স্ত্রী জীশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং তাহসিন রাইসা বিনতে বেনজীর কমিশনে

বিজ্ঞাপন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার (৯ জুন) তারিখ নির্ধারণ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে বেনজীরের স্ত্রী জীশান মির্জা ও তার মেয়েরা দুদকে হাজির হননি। ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জুন তাদের জিজ্ঞাসাবাদের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে দুদকের সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সূত্রি জানিয়েছে, বেনজীরের স্ত্রী জীশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং তাহসিন রাইসা বিনতে বেনজীর কমিশনে উপস্থিত না হওয়ায় রবিবার (৯ জুন) শুনানি হয়নি। আগামী ২৪ জুন তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) বেনজীরকে জিজ্ঞাসাবাদের কথা ছিল দুদকের। তিনিও সেদিন হাজির না হয়ে ১৫ দিন সময়ের আবেদন করেন।পরে আগামী ২৩ জুন বেনজীরকে জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করে দুদক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর ১৮ এপ্রিল এ বিষয়ে তদন্ত শুরু করে দুদক।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD