ময়মনসিংহে সমালোচনার ঝড়:
যৌতুক মামলায় নটরডেম কলেজের শিক্ষক কারাগারে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪
ময়মনসিংহ নটরডেম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম (৩৭) কে যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (৯ জুন) দুপুরে ঘটনাটি প্রকাশ হওয়ায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে বুধবার (৫ জুন) গাইবান্ধা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক একটি যৌতুক মামলায় আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে বলে নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল মাজেদ সরকার।
আরও পড়ুন: জামালপুরে গাড়ী চাপায় প্রাণ গেল কিশোর শ্রমিকের
তিনি জানান, মামলার বাদি মনিরা পারভীন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তরফ পাহাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। ২০১৬ সালে মামলার বাদী মনিরা পারভীনকে বিয়ে করেন শিক্ষক সাইফুল ইসলাম। এরপর থেকে স্বামী সাইফুল যৌতুক দাবিতে স্ত্রী মনিরা পারভীনকে প্রায়ই মারধর করে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এ ঘটনায় ভুক্তভোগী ন্যায় বিচার চেয়ে ২০২৩ সালে বিজ্ঞ আদালতে এই মামলা দায়ের করেন।
সাইফুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলারপূর্বছাপড়হাটি গ্রামের বাসিন্দা মো. মেছের আলীর ছেলে বলে জানা গেছে।
মামলার বাদি মনিরা পারভীন জানান, যৌতুক না দেওয়ায় সাইফুল আমাকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
আরও পড়ুন: জামালপুরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর আবারও হামলা
এদিকে শিক্ষক সাইফুল ইসলাম যৌতুক মামলায় কারাগারে যাওয়ার ঘটনায় দেশসেরা এই কলেজটির মর্যাদা ক্ষুন্ন হয়েছে বলেও মনে করছেন কলেজ সংশ্লিষ্টরা।
এই বিষয়ে জানতে চাইলে কলেজের প্রশাসনিক পরিচালক ফাদার হিউভার্ট পালমা বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে অফিসিয়ালি তিনি ছুটিতে আছেন।
এমএল/