নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন যারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪
ভারতের হ্যাটট্রিক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।
রবিবার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী মোদির সাথেএকইদিনে শপথ নিয়েছেন নতুন জোট সরকারের ৭১ জন মন্ত্রীও। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনে না জেতার কারণে প্রথমবারের মতো জোট সরকারের নেতৃত্বে চলেছেন মোদি।
আরও পড়ুন: টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোদি
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এবার ৩০ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। প্রতিমন্ত্রী রয়েছেন ৩৬ জন। দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হয়েছেন আরও পাঁচজন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে যাবেন সেটি এখনও জানানো হয়নি। মঙ্গলবার (১১ জুন) দপ্তর বণ্টন করা হতে পারে।
মোদির নতুন মন্ত্রিসভার ৩০ জন পূর্ণ মন্ত্রী হলেন-
আরও পড়ুন: মোদির শপথ অনুষ্ঠানে ৮ হাজার অতিথি, যোগ দেবেন শেখ হাসিনা
রাজনাথ সিং (বিজেপি), অমিত শাহ (বিজেপি), নীতীন গড়করি (বিজেপি), জেপি নাড্ডা (বিজেপি), শিবরাজ সিং চৌহান (বিজেপি), নির্মলা সীতারমণ (বিজেপি), এস জয়শঙ্কর (বিজেপি), মনোহর লাল খাত্তার (বিজেপি), এইচ ডি কুমারাস্বামী (জেডি–এস), পীযূষ গয়াল (বিজেপি), ধর্মেন্দ্র প্রধান (বিজেপি), জিতন রাম মাঞ্জি (এইচএএম), রাজীব রঞ্জন সিং (জেডি–ইউ), সর্বানন্দ সোনোয়াল (বিজেপি), কে রাম মোহন নাইডু (টিডিপি), বীরেন্দ্র কুমার (বিজেপি), জুয়াল ওরাম (বিজেপি), প্রহ্লাদ যোশি (বিজেপি), অশ্বিনী বিষ্ণু (বিজেপি), গিরিরাজ সিং (বিজেপি), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি), ভূপেন্দ্র যাদব (বিজেপি), গজেন্দ্র সিং শেখাওয়াত (বিজেপি), অন্নপূর্ণা দেবী (বিজেপি), কিরেন রিজিজু (বিজেপি), হরদীপ সিং পুরি (বিজেপি), মনসুখ মান্ডাভিয়া (বিজেপি), জি কিষান রেড্ডি (বিজেপি), চিরাগ পাসওয়ান (এলজেপি–রাম বিলাশ), সিআর পাতিল (বিজেপি)।
স্বাধীন ভারপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন-
রাও ইন্দ্রজিৎ সিং (বিজেপি), জিতেন্দ্র সিং (বিজেপি), অর্জুন রাম মেঘওয়াল (বিজেপি), প্রতাপ যাদব (শিব সেনা), জয়ন্ত চৌধুরী (আরএলডি)।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৬ জন, তারা হলেন-
জিতিন প্রসাদ (বিজেপি), শ্রীপাদ নায়েক (বিজেপি), কিষাণ পাল গুরজার (বিজেপি), রামদাস আটওয়ালে (বিজেপি),পঞ্চজ চৌধুরী (বিজেপি), রামনাথ ঠাকুর (জেডি–ইউ), নিত্যানন্দ রায় (বিজেপি), অনুপ্রিয়া পাটেল (আপনা দল), ভি সোমান্না (বিজেপি), চন্দ্র শেখর প্রেমাসানি (টিডিপি), এসপি সিং বাঘেল (বিজেপি), শোভা করন্দলাজে (বিজেপি), কৃতি বর্ধন সিং (বিজেপি), বিএল ভার্মা (বিজেপি), শান্তনু ঠাকুর (বিজেপি), সুরেশ গোপি (বিজেপি), এল মুরুগান (বিজেপি), বান্দি সঞ্জয় কুমার (বিজেপি), অজয় টামটা (বিজেপি), ভগীরথ চৌধুরী (বিজেপি), কমলেশ পাসওয়ান (বিজেপি), সতীশ চন্দ্র দুবে (বিজেপি), সঞ্জয় শেঠ (বিজেপি), রবনীত সিং বিট্টু (বিজেপি), দুর্গা দাস উইকে (বিজেপি), রক্ষা খাদসে (বিজেপি), সুকান্ত মজুমদার (বিজেপি), সাবিত্রী ঠাকুর (বিজেপি), টোখান সাহু (বিজেপি), রাজ ভূষণ চৌধুরী (বিজেপি), ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা (বিজেপি), হর্ষ মালহোত্রা (বিজেপি), নিমুবেন বামভানিয়া (বিজেপি), মুরলীধর মোহোল (বিজেপি), জর্জ কুরিয়ান (বিজেপি), পবিত্র মার্গেরিতা (বিজেপি)।
জেবি/এসবি