ভারতে ভূমি ধসে নিহত ৪
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪
প্রবল বৃষ্টিতে ভারতের সিকিমের নামচিতে ধসে চাপা পড়ে ৪ জন নিহত হয়েছেন।
সোমবার (১০ জুন) সকালে ঘটনাটি ঘটেছে।
সিকিম প্রশাসন সূত্রে প্রকাশ, প্রবল বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন জায়গায় ধস পড়েছে। বেশ কয়েকটি বাড়ি ধসে গিয়েছে। ধসে চাপা পড়ে ৩ যুবকসহ ১ মহিলার মৃত্যুর খবর সামনে এসেছে।
ঘটনার পর থেকে সিকিম প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধার কাজ। বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ধসের জেরে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াংগ্যাং ও রাভাংলা সংযোগকারী ব্রিজ।
বন্ধ যোগাযোগ। আটকে পড়েছেন বহু পর্যটক। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
এসডি/