Logo

বাংলাদেশিসহ সব অভিবাসীর জন্য বড় সুখবর দিল সুইডেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ২০:৩৪
বাংলাদেশিসহ সব অভিবাসীর জন্য বড় সুখবর দিল সুইডেন
ছবি: সংগৃহীত

সুইডেনে বসবাসরত বাংলাদেশিসহ সব অভিবাসীর জন্য নতুন বছরের শুরুতেই সুসংবাদ দিয়েছে স্টকহোম কর্তৃপক্ষ। বিশেষ করে যারা সম্প্রতি দেশটিতে এসেছেন, তাদের জন্য স্থানীয় শ্রমবাজারে প্রবেশের পথ আরও সহজ করা হচ্ছে।

বিজ্ঞাপন

ইউরোপীয় কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি খাতের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠন করা হয়েছে। এর ফলে শরণার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ অভিবাসীরা সুইডিশ চাকরির বাজারে প্রবেশের সুযোগ পাবেন।

স্টকহোম কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। যেখানে অভিবাসীরা কেবল আশ্রিত হিসেবে নয়, বরং দক্ষ কর্মশক্তি হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। শিক্ষা ও পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে অভিবাসীদের সুইডিশ সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

অভিবাসন নীতিতে কিছু পরিবর্তনের আভাস থাকলেও, সরকার স্পষ্ট করেছে যে মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিদের সুইডিশ নাগরিকত্ব পেতে উৎসাহিত করা।

অভিবাসনমন্ত্রী ইয়োহান ফোরসেল জানিয়েছেন, যারা সুইডেনে দীর্ঘমেয়াদে বসবাস করছেন, তাদেরকে অস্থায়ী সুরক্ষার বদলে স্থায়ী নাগরিকত্ব দিয়ে সমাজের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা হবে। এর ফলে বৈধ অভিবাসীদের সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় অধিকার আরও সুসংহত হবে।

বিজ্ঞাপন

এর পাশাপাশি যারা কোনো কারণে সুইডিশ সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না বা নিজ দেশে ফিরে যেতে চান, তাদের জন্যও সুখবর রয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হয়েছে বড় অংকের ‘প্রত্যাবাসন অনুদান’। অর্থাৎ, স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে অভিবাসীরা উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পাবেন, যা তাদের নতুন জীবন শুরু করতে সহায়তা করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD