দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ১.৫ ডিগ্রিতে

পশ্চিমবঙ্গের শীত এবার তীব্র হয়ে উঠেছে। পার্বত্য জেলা দার্জিলিংয়ে তাপমাত্রা নামেছে মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াসে, আর কলকাতা ও উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলেও শীতের দাপট বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে বেলা পর্যন্ত ঘন কুয়াশা ও ঠাণ্ডা হাওয়ার কারণে সাধারণ মানুষ শীতে কেঁপে উঠেছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড।
আবহাওয়াবিদদের মতে, ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি, আর ২০১৩ সালে ৯ জানুয়ারি ছিল ৯ ডিগ্রি। এবারের শীত সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে।
বিজ্ঞাপন
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বীরভূম, শ্রীনিকেতন ও সিউড়ি অঞ্চলে তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জে ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যদিও এটি রাজ্য থেকে দূরে, তবুও শীতল বাতাস টেনে এনেছে। উত্তরবঙ্গ ও সিকিমের তুষারপাতের এলাকা দিয়ে শীত প্রবাহিত হওয়ায় রাজ্যে ঠাণ্ডা বেড়েছে।
বিজ্ঞাপন
পরবর্তী দুই দিনে রাজ্যের রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ১৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি কম।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি এলাকায় শিগগিরই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পার্বত্য এলাকাগুলোর শীত আরও তীব্র হবে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।








