Logo

ইউরোপে ব্যাপক তুষারপাতে ৬ মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ জানুয়ারি, ২০২৬, ১৩:৫১
ইউরোপে ব্যাপক তুষারপাতে ৬ মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে ব্যাপক ও ভারী তুষারপাত জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই দুর্যোগে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন দেশে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে ৫ জন ফ্রান্সের নাগরিক এবং অপরজন দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার রাজধানী সারায়েভোর বাসিন্দা। ফ্রান্সে নিহতদের সবারই মৃত্যু হয়েছে বরফে ঢাকা সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ফলে। আর সারায়েভোতে এক ব্যক্তির গাড়ির ওপর গাছ উপড়ে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে।

বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনাসহ বলকান অঞ্চলের একাধিক দেশে তুষারপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। এতে পাহাড়ি ও শহরাঞ্চলে ভূমিধস ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত এক বিবৃতিতে জানান, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন দেশটির বিভিন্ন এলাকায় তুষারপাত অব্যাহত থাকতে পারে। তিনি নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানান।

ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর দেশটির মূল ভূখণ্ডের ৯৬টি জেলার মধ্যে ৩৮টিতে তুষারপাতজনিত কমলা সতর্কতা জারি করেছে।

তীব্র তুষারপাতের কারণে ইউরোপের বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রধান বিমানবন্দর রোইসি–চার্লস ডি গল মঙ্গলবার প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করে। একই দিনে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের প্রধান বিমানবন্দর শিফোল এয়ারপোর্টে বাতিল করা হয় ৪ শতাধিক ফ্লাইট।

বিজ্ঞাপন

ফ্লাইট বাতিলের ফলে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার উদ্দেশ্যে শিফোল বিমানবন্দরে আসা স্পেনের নাগরিক জাভিয়ের সেপুলভেদা জানান, তিনি হাজারো যাত্রীর মতোই দীর্ঘ সময় অপেক্ষায় আটকে পড়েন।

রয়টার্সকে তিনি বলেন, যাত্রীদের উদ্বেগ ও অনিশ্চয়তার কারণে বিমানবন্দরের পরিবেশ ছিল অত্যন্ত কোলাহলপূর্ণ, হতাশাজনক এবং বিরক্তিকর।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিন ইউরোপের বিভিন্ন অঞ্চলে শীতের এই দাপট আরও বাড়তে পারে। ফলে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগে নতুন করে বিঘ্নের আশঙ্কা রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD