Logo

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৬, ১২:১৬
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের সামরিক তৎপরতা পর্যবেক্ষণে রাখতে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে একটি নতুন নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ভারত। পশ্চিমবঙ্গের বন্দরনগরী হলদিয়ায় এই ঘাঁটি নির্মাণ করবে ভারতীয় নৌবাহিনী।

বিজ্ঞাপন

ভারতীয় নৌবাহিনীর একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরের উত্তর অংশে চীনা নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে নয়াদিল্লি। বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক পাকিস্তান সফরও ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত হলদিয়ায় ঘাঁটি গড়ে উঠলে হুগলি নদীপথ ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছাতে পারবে ভারতীয় নৌবাহিনী। এতে নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছে নৌবাহিনী।

নৌঘাঁটির জন্য হলদিয়া ডক কমপ্লেক্সের বিদ্যমান অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে নতুন করে বড় আকারের স্থাপনা নির্মাণের প্রয়োজন কমবে এবং অপারেশনাল সুবিধাও পাওয়া যাবে।

নৌবাহিনী সূত্র জানায়, প্রস্তাবিত ঘাঁটিতে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (এফআইসি) ও নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট (এনডব্লিউজেএফএসি)–সহ একাধিক উচ্চগতির সামরিক নৌযান মোতায়েন করা হবে। এসব নৌযানের গতি ঘণ্টায় প্রায় ৭৪ থেকে ৮৩ কিলোমিটার, যা এগুলোকে বিশ্বের দ্রুততম সামরিক জলযানের তালিকায় স্থান দিয়েছে।

বিজ্ঞাপন

নৌযানগুলোতে সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগানসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র সংযোজনের পাশাপাশি ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘নাগাস্ত্র’ সুইসাইডাল ড্রোন সিস্টেম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

সূত্র অনুযায়ী, এই নৌঘাঁটিতে সার্বক্ষণিকভাবে প্রায় ১০০ জন নৌ কর্মকর্তা ও সদস্য মোতায়েন থাকবেন।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব, বাংলাদেশ–চীন সামরিক সহযোগিতা সংক্রান্ত সাম্প্রতিক চুক্তি এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ যোগাযোগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই কৌশলগত সতর্কতা হিসেবে নতুন নৌঘাঁটি নির্মাণে এগোচ্ছে ভারত।

সূত্র: ইন্ডিয়া টুডে

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD