গাজীপুরের ৬ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪


গাজীপুরের ৬ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশে দেওয়া উপহারের ১৮ হাজার ৫৬৬টি ঘরের মধ্যে গাজীপুরের কালীগঞ্জে ৬ টি পরিবার পেয়েছে নতুন ঠিকানা।


মঙ্গলবার (১১ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজীব টুলু এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমজাদ হোসেন।


আরও পড়ুন: কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


এ সময় অন্যান্যের মাঝে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, উপজেলা সহকালী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ ও স্থাণীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তরের সাথে সাথে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোমবাজারস্থ আশ্রায়ণ প্রকল্পের ৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘড় হস্তান্তর করেন। ইতিপূর্বে এ উপজেলায় ১৪৯ জন ভুমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘড় হস্তান্তর হয়েছে। আজ ৬টি ঘর হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলায় সর্বমোট ১৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘড় হস্তান্তর করা হয়েছে।


এমএল/