কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪


কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
ছবি: প্রতিনিধি

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য কে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সারাদেশের মত গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।


শনিবার (৮ জুন) সকালে কালীগঞ্জে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: গাজীপুরে পানিবন্দি তিন শতাধিক পরিবার


কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৪টি ইউনিয়ন ও একটি পৌর ভূমি অফিসে এই সেবা কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। এই সেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা করা হয়েছে।


এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ভূমি সেবা প্রত্যাশী, স্থানীয় সংবাদমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এমএল/