সদরপুরে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪


সদরপুরে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন
ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পঞ্চম পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 


মঙ্গলবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশব্যাপী ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। 


আরও পড়ুন: সদরপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


তারই আলোকে, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠান শেষে সদরপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ২০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিম, উপজেলা প্রকৌশলী আবদুল মোমিন, কৃষি কর্মকর্তা লিটন রায়, ওসি মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ, ইউপি চেয়ারম্যান কাজী জাফর, মো. মিজানুর রহমান, আসলাম বেপারীসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।


আরও পড়ুন: ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সদরপুর উপজেলায় এ পর্যন্ত ৭১৮ টি ভূমি ও গৃহহীন পরিবার পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। 


এমএল/