Logo

সদরপুরে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০৫:৪০
35Shares
সদরপুরে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন
ছবি: সংগৃহীত

গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পঞ্চম পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশব্যাপী ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারই আলোকে, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠান শেষে সদরপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ২০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিম, উপজেলা প্রকৌশলী আবদুল মোমিন, কৃষি কর্মকর্তা লিটন রায়, ওসি মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ, ইউপি চেয়ারম্যান কাজী জাফর, মো. মিজানুর রহমান, আসলাম বেপারীসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সদরপুর উপজেলায় এ পর্যন্ত ৭১৮ টি ভূমি ও গৃহহীন পরিবার পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। 

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD