Logo

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস নিরাপত্তা পরিষদে

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০৬:৪৯
41Shares
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস নিরাপত্তা পরিষদে
ছবি: সংগৃহীত

তবে যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েলের সমর্থন আছে, যুক্তরাষ্ট্র এমনটা বললেও হামাস নির্মূল ইস্যুতে অনড় ইসরায়েল

বিজ্ঞাপন

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে, তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেয়া সমর্থনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জো বাইডেনের দেয়া ওই যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ভোট দেয়া থেকে বিরত ছিল কেবল রাশিয়া। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুন) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হামাসের পাশাপাশি তাদের ফিলিস্তিনি মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষও নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

বিজ্ঞাপন

তবে যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েলের সমর্থন আছে, যুক্তরাষ্ট্র এমনটা বললেও হামাস নির্মূল ইস্যুতে অনড় ইসরায়েল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এটি অনুমোদিত হলেও ইসরায়েল জানিয়েছে, প্রস্তাব অনুযায়ী হামাসের সঙ্গে ‘অর্থহীন’ আলোচনায় জড়িত হতে রাজি নয় তেল আবিব।

বিজ্ঞাপন

জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি রাউত শাপির বেন-নাফতালি সোমবার (১০ জুন) নিরাপত্তা পরিষদের বৈঠকে জানিয়েছেন, গাজা যেন আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হতে পারে, সেটি তার দেশ নিশ্চিত করতে চায়।

বিজ্ঞাপন

এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস হওয়ায় নতুন করে চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD