আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪


আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা থেকে সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ৷


বুধবার (১২ জুন) দিবাগত রাতে সদরের মাটিডালি শাখায় দুই তলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ওই টাকা লুট করে।


আরও পড়ুন:  বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


পুলিশ জানিয়েছে, ব্যাংকটিতে কোনও নিরাপত্তা প্রহরী ছিলেন না। বিকালে ব্যাংকে কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসেব নিশ্চিত হওয়া গেছে।


আরও পড়ুন: বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১৫


এর আগেও গেল ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। 


জেবি/এসবি