বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১৫


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।


সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার নাটোর-বগুড়া  আঞ্চলিক মহাসড়কে এ  দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: বগুড়ায় ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


গুরুতর আহতরা হলেন, বাসচালক নাটোরের সিংড়ার বাসীন্দা ইউনুস আলী (৪০), পাবনা সদরের রবিউল ইসলাম (৪০), রংপুর তারাগঞ্জের নাইম মিয়া (২৮), কুড়িগ্রাম সদরের শিল্পী আক্তার (২৫), বগুড়ার নন্দীগ্রামের আল আমিন (২৭) গাইবান্ধার পলাশবাড়ীর মিজানুর রহমান ( ৪২) ও অজ্ঞাত পুরুষ (৩৫)। বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এদিন বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 


আরও পড়ুন: পাবনায় বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ


পুলিশের এ কর্মকর্তা জানান, আজ  সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী এক বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারীসহ বাসে থাকা প্রায় ১৫ যাত্রী আহত হন। পরে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ৭জনের অবস্থা গুরুতর।


জেবি/এসবি