পাবনায় বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


পাবনায় বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ
বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ

দেশে ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত অফিসের পাশে তারা অবস্থান নেয়।  


পাবনা জেলা বিএনপি'র কর্মসূচিতে শেখ হাসিনার নামে কূটনীতিক স্লোগান থাকে এ সময় পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়।  


এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রুমন,জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের উপর হামলা চালায়। এতে হাবিবুর রহমান হাবিবসহ এতে ১০ জন আহত হন।


এবিষয়ে মীর রাবিউল ইসলাম সীমান্ত বলেন, আমার অফিসের সামনে আমার নেত্রী কে  নিয়ে কূটনীতিক  বাজে মন্তব্য করায় আমার নেতাকর্মীরা তাদের উপর হামলা করে।


তবে হামলা করার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, আমাদের শান্তিসমাবেশ চলছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা সেখানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আসার পথে নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে মাত্র। বিরোধী কারোর ওপর হামলা চালানোর নির্দেশনা নাই।


এবিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  ডি.এম. হাসিবুল বেনজীর বলেন, ছাত্রলীগ-যুবলীগের সমাবেশের সময় পাশ দিয়ে বিএনপি নেতাকমীরা যাওয়ার সময় একটা হট্টগোল হয়েছে। কোনও হামলা হয়েছে কিনা আমাদের জানা নেই। আমরা তদন্তের পর জানাতে পারবো।


আরএক্স/