প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মলয় কুমারের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৪

রাজধানীতে অতর্কিত হামলায় আহত হয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. মলয় কুমার সুর।
বৃহস্পতিবার (১৩ জুন) আনুমানিক রাত ৯টার সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আব্দুর রহমানের পরীবাগের বাসা থেকে নামার সময় লিফটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান যায়।
আরও পড়ুন: কোরবানির পশুর হাটে ভেটেরিনারি সেবা প্রদান করা হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
সূত্র জানায়, প্রশাসনিক কাজে পরিচালক প্রশাসন ডাক্তার মলয় কুমার সুর মন্ত্রী আব্দুর রহমানের বাসায় যান। অফিসিয়াল কাজ সেরে লিফটে নিচে নামতেই পূর্ব থেকে লিফটের সামনে ওঁত পেতে থাকা ডা. আজিজুল ইসলাম মলয় কুমার শূরকে পূর্ব শত্রুতা জের ধরেই মুখে বুকে বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে মলয় কুমার শূর গুরুতর আহত হয়। তার শরীর থেকে অজস্র রক্তক্ষরণ হতে লাগে। পরে এ পরিস্থিতি দেখে ওই ভবনের নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলে দুর্বৃত্ত সন্ত্রাসী আজিজ পালিয়ে যায়
আরও পড়ুন: যারা পশুর চড়া দাম হাঁকাচ্ছে তাদের মাথায় হাত পড়তে বাধ্য: প্রাণিসম্পদমন্ত্রী
এ বিষয় ডা. আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। আহত ডা. মলয় কুমার সুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ডা. মলয় কুমার সুর বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রোহিঙ্গারা আগামী ঈদ মিয়ানমারে করতে পারেন সেই চেষ্টা চলছে: ড. ইউনূস

সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে

আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে: ড. ইউনূস

রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায়, সংকটের প্রধান সমাধান প্রত্যাবাসন
