Logo

রাতভর বিস্ফোরণের বিকট শব্দ, এখনও দেখা যাচ্ছে ‘মিয়ানমারের জাহাজ’

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ২৪:৩৬
39Shares
রাতভর বিস্ফোরণের বিকট শব্দ, এখনও দেখা যাচ্ছে ‘মিয়ানমারের জাহাজ’
ছবি: সংগৃহীত

ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত আর কোনো শব্দ পাওয়া যায়নি

বিজ্ঞাপন

মিয়ানমারের সীমান্তের ওপার থেকে রাতভর বিস্ফোরণের বিকট শব্দ কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকার লোকজন ঘুমাতে না পারলেও সকাল থেকে পরিস্থিত শান্ত রয়েছে। তবে এখনও একই স্থানে মিয়ানমারের জাহাজটি অবস্থান করছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।

সীমান্তের লোকজন জানান, বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা সাতটা থেকে রাত ৩ পর্যন্ত থেমে থেমে মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে টেকনাফের শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনের সীমান্ত এলাকায় কম্পন সৃষ্টি হয়েছে। রাতভর ঘুমাতে পারেননি সীমান্তের এসব লোকজন। তবে শুক্রবার (১৪ জুন) ভোর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত আর কোনো শব্দ পাওয়া যায়নি। তবে নাফনদীর ওপারে মিয়ানমার সীমান্তে এখনও অবস্থান করছে মিয়ানমারের জাহাজটি।

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানিয়েছেন, বুধবার (১২ জুন) রাত থেকে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। শুক্রবার সকাল থেকে তা শোনা যাচ্ছে না। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি তাদের নিজস্ব ব্যাপার। তবে নাফনদীর মিয়ানমার অংশে একটি বড় জাহাজ অবস্থান করায় আপাতত এ নৌপথ দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্টমার্টিন যাতায়াত করছে।

বিজ্ঞাপন

টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ আমিন জানিয়েছেন, বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্কের মধ্যে রাত কাটানো হচ্ছে। মিয়ানমারের কিছু কিছু এলাকা থেকে আগুনের ধোঁয়া উড়তেও দেখা গেছে। বিস্ফোরণের শব্দের সাথে সাথে কম্পন সৃষ্টি হয়। এতে ঘুমে থাকাও সম্ভব হয়না।

বিজ্ঞাপন

বুধবার রাত থেকে বিস্ফোরণের শব্দ শুরু হয় বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৩ টা পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিন্তু শুক্রবার ভোর থেকে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

বুধবার দুপুর থেকে নাফনদীর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বিপরীতে মিয়ানমারের নিকটবর্তী দেখা মিলে একটি বড় আকারের জাহাজ। এরপর বুধবার রাত ৯ টা থেকে এপারে ভেসে আসতে থাকে বিস্ফোরণের বিকট শব্দ। যে শব্দ টানা ৩ ঘন্টা ধরে বিকট আকারে সীমান্তের লোকজন শুনেছেন। এরপর থেমে থেমে শব্দ শোনা গেছে রাতভর। বৃহস্পতিবার ভোর ৪ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত আবারও শোনা গেছে এই বিকট শব্দ। বৃহস্পতিবার সকালের পর সেই বড় জাহাজটি দক্ষিণ দিকে সরে গিয়ে বর্তমানে টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থান করতে দেখা যায়। সেই জাহাজ থেকে মিয়ানমারের স্থলভাগে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বর্ষণের শব্দ অব্যাহত ছিল। শুক্রবার সকাল থেকে বিস্ফোরণের শব্দ বন্ধ রয়েছে। তবে ওই স্থানে দাঁড়িয়ে আছে জাহাজটি।

বিজ্ঞাপন

সীমান্তের একাধিক সূত্র জানায়, টানা সাড়ে তিন মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ-পশ্চিম দিকে দুটি শহরসহ, সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ টি সীমান্তচৌকি, রাচিডং-বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডু দখলের জন্য লড়ছে তারা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD