ব্যাংকের যেসব শাখা শনি ও রবিবার খোলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪
পবিত্র ঈদুল আজহার মাত্র দুই দিন বাকী। এ উপলক্ষে পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও রফতানি বিল পরিশোধের জন্য ব্যাংকের বেশকিছু শাখা চালু রাখা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) ঢাকা মহানগরী, গাজীপুর, সাভার, আশুলিয়া, টঙ্গী, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প ও বাণিজ্যিক এলকাকার শাখাগুলো খোলা ছিল। আগামীকাল শনিবার (১৫ জুন) এবং রবিবারও এসব শাখায় সেবা কার্যক্রম চলছে।
আরও পড়ুন: পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এনআরবিসি ব্যাংকের এজিএম
তবে রাজধানীর বাণিজ্যিক এলাকার শাখাগুলোতে গ্রাহকদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।
ব্যাংকের ব্যবস্থাপকরা জানান, বৃহস্পতিবারও পুরোদিন ব্যাংকিং সেবা মিলেছে। এ কারণে শুক্রবার ক্রেতা সমাগম তেমন নেই বললেই চলে। ছুটির দিনে অনেকেই এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও জমা দিয়ে থাকেন। কেউ কেউ ইন্টারনেট ব্যাংকিং সেবাও কাজে লাগান।
আরও পড়ুন: অফসোর ব্যাংকিং ডিপোজিট কার্যক্রম চালু করলো ইবিএল
ব্যাংককাররা জানিয়েছেন, ঈদের আগের দিনও দেশের বিভিন্ন স্থানে শিল্প ও বাণিজ্যক এলাকায় তাদের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
জেবি/এসবি