Logo

ঈদের দ্বিতীয় দিনেও হচ্ছে পশু কোরবানি

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুন, ২০২৪, ২১:৩৯
51Shares
ঈদের দ্বিতীয় দিনেও হচ্ছে পশু কোরবানি
ছবি: সংগৃহীত

প্রথাগত ঐতিহ্য ধরে রাখতেও দ্বিতীয় দিন পশু কোরবানি করেন

বিজ্ঞাপন

ধর্মীয় ভাব-গাম্ভীর্যে সারাদেশে সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানেরা ত্যাগের মহিমায় পশু কোরবানি দিয়েছেন। কসাই না পাওয়াসহ বিভিন্ন কারণে যারা ফরজ এই ইবাদত পালন করতে পারেননি, তারাই ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা, পুরান ঢাকা, ধূপখোলা ও গেন্ডারিয়া এলাকা ঘুরে এসব পশু কোরবানি করতে দেখা গেছে। তবে ঈদের দিনের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম।

বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেওয়ার কারণ জানতে চাইলে অধিকাংশ কোরবানিদাতাই প্রথম দিন কসাই সংকটের কারণকেই উল্লেখ করেছেন। আবার অনেকেই পারিবারিক ও প্রথাগত ঐতিহ্য ধরে রাখতেও দ্বিতীয় দিন পশু কোরবানি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেওড়াপাড়ার এক বাসিন্দা শিমুল বিশ্বাস বলেন, ঈদের দিনও মৌসুমি কসাই দিয়ে কোরবানি দিতে পারতাম কিন্তু তারা ঠিকঠাকমত মাংস বানাতে পারে না। ঈদের দিন পেশাদার কসাইয়ের অনেক সংকট থাকে। তাই আমরা পেশাদার কসাইয়ের সংকটের কারণে ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিচ্ছি।

বিজ্ঞাপন

নারিন্দার এক বাসিন্দা কামাল হোসেন বলেন, আমরা প্রতিবারই পরের দিন কোরবানি করে থাকি। আর এইডা আমগো ঐতিহ্য। আমগো বাপ-দাদারাও ঈদের পরের দিনে কোরবানি দিতো। আর ওইডা অহন নিয়ম হইয়া গেছে। আজকে ঝামেলাও কম। তাই আইজকাই পশু কোরবানি দিতাছি।

বিজ্ঞাপন

অবশ্য ইসলামী শরিয়ত মতেও কোরবানির মোট সময় তিনদিন। ১০ জিলহজ ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে জিলহজের ১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানি করা যায়। জিলহজের ১২ তারিখ সূর্যাস্তের পর আর কোরবানি করার সুযোগ থাকে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে কেউ যদি কোরবানির সময় শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ ১২ জিলহজ সূর্যাস্তের পর কোরবানির পশু জবাই করে ফেলে, তাহলে ওই পশুর সব মাংস সদকা করে দিতে হবে। এ রকম ক্ষেত্রে গোশতের মূল্য জীবিত পশুর চেয়ে কমে গেলে যে পরিমাণ মূল্য কমবে, তাও সদকা করতে হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD