Logo

বন্যার পানিতে ভাসছে সুনামগঞ্জ, জনজীবন বিপর্যয়

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুন, ২০২৪, ২২:৫৯
বন্যার পানিতে ভাসছে সুনামগঞ্জ, জনজীবন বিপর্যয়
ছবি: সংগৃহীত

তাই এই মুহূর্তে সংশ্লিষ্টরা জানিয়েছেন সরকারি-বেসরকারি সহযোগিতার প্রয়োজন

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুন) সকাল পর্যন্ত সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে ১৩৭ এবং শহরের নবীনগর পয়েন্টে ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিজ্ঞাপন

এদিকে উজান থেকে আসা ঢলে সুনামগঞ্জ পৌর শহর ভাসছে। বন্যা কবলিত জেলার সদর উপজেলা, বিশ্বম্ভপুর, দোয়ারা বাজার, ছাতক, শান্তিগঞ্জসহ অন্তত ৫ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ।

বিজ্ঞাপন

আকস্মিক এ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকার কয়েক লাখ মানুষ। বাসাবাড়ি পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে বানভাসি জনগণ। অন্য জায়গায় আশ্রয়ের খোঁজে বন্যার্তরা ছুটছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছে, এখনও  যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এতে মানবিক বিপর্যয় নেমে ২০২২ সালের বন্যার ভয়াবহ পরিস্থিতি রূপ নিতে পারে। তাই এই মুহূর্তে সংশ্লিষ্টরা জানিয়েছেন সরকারি-বেসরকারি সহযোগিতার প্রয়োজন।

বিজ্ঞাপন

অন্যদিকে বানভাসি মানুষের আশ্রয়ের জন্য স্ব স্ব এলাকার আশ্রয় কেন্দ্র ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। বন্যার্তদের জন্য জিয়ার চাল, শুকনো খাবার ও নগদ অর্থ সহযোগিতা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD