সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে ২৬ নদীর পানি 


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪


সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে ২৬ নদীর পানি 
ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারা, বৌলাইসহ ২৬টি নদ-নদীর পানি। দ্রুত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে সময় পার করছেন এ অঞ্চলের ২০ লাখ বাসিন্দা। 


শনিবার (১৫ জুন) সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: সিলেটে ভূমি ধস: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার


নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল নামছে। আর সেই ঢলের পানিতে সুনামগঞ্জের সব নদনদীর পানি দ্রুত গতিতে বাড়ছে।’


এ সময় মামুন হাওলাদার আরও বলেন, ‘এভাবে পাহাড়ি ঢল নামেতে থাকলে আজকেই নদ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে। এতে সুনামগঞ্জে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’


আরও পড়ুন: সিলেটে নেমে গেছে বন্যার পানি, চলছে পরিচ্ছন্ন অভিযান


এ দিকে দ্রুত নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা আতঙ্কে দিন পার করছেন জেলার ২০ লাখ মানুষ।


এ এলাকার জনমনে শঙ্কা, যেভাবে নদীর পানি বাড়ছে তাতে ঈদের আগে বন্যা শুরু হয়ে যেতে পারে। আর বন্যা হলে তাদের ঈদ আনন্দ সম্পূর্ণ শেষ হয়ে যাবে।


এমএল/