ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ভর্তি ১২০০ পাকিস্তানি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৪


ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ভর্তি ১২০০ পাকিস্তানি
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঈদুল আজহায় কোরবানির পর অতিরিক্ত খাবার খেয়ে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। 


মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এমন তথ্য জানায় দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।


প্রতিবেদন অনুযায়ী, ঈদের পরদিন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে পাকস্থলী ও অন্ত্রের রোগ নিয়ে ভর্তি হয়েছেন ৬১০ জন। হাসপাতালে চিকিৎসা নিতে আসাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খাওয়ার কারণে অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির মুখপাত্র মোহাম্মদ অসিম। এছাড়া কোরবানির পশুর দ্বারা আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে এসেছিলেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


আরও পড়ুন: বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা


এছাড়া ঈদে অতিরিক্ত আমোদ-ফূর্তি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আরও অন্তত ৫০০ জনের মতো মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে।


এদিকে পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এখানে এসেছিলেন।


সেইসাথে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জন এবং সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম ও মায়ো হাসপাতালে ১০০ জন করে রোগী চিকিৎসা নিয়েছেন।


আরও পড়ুন: যে ভুলে মায়ের সামনেই সমুদ্রে তলিয়ে গেল ছেলে


ঈদের এই সময় অতিরিক্ত খাবার বর্জন করার জন্য জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


এমএল/