Logo

ইরান নিয়ে ‘ভুল তথ্য’ দিয়েছেন গ্যাবার্ড: ডোনাল্ড ট্রাম্প

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৫, ২৪:১৬
62Shares
ইরান নিয়ে ‘ভুল তথ্য’ দিয়েছেন গ্যাবার্ড: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

এতে দুই দেশের বহু মানুষ নিহত ও আহত হয়েছেন

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২০ জুন) এয়ার ফোর্স ওয়ানের পাশে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন।

তাকে প্রশ্ন করা হয়, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে আছে কি না, অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তাদের কাছে এমন কোনো ধরনের প্রমাণ নেই।

বিজ্ঞাপন

ট্রাম্প জবাব দেন, ‘তা হলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। গোয়েন্দা সংস্থায় কে এটা বলেছে?’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংবাদিক বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড। ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, ‘সে ভুল বলেছে।’

গত মার্চ মাসে গ্যাবার্ড কংগ্রেসকে বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান ২০০৩ সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি। যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি উপাদান, সর্বোচ্চ পর্যায়ে ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) ভোরে হঠাৎ করে ইরানে হামলা করে ইসরায়েল। পরে ইরানও পাল্টা হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল-ইরানের মধ্যে চলছে হামলা-পাল্টা হামলা। এতে দুই দেশের বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ইসরায়েলের তথ্যমতে, ইরানের হামলায় তাদের ২৫ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরান বলছে, ইসরায়েলের হামলায় তাদের ৬৩৯ জন নাগরিক নিহত ও ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD