গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দখলদার ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ২৯শে আগস্ট ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল।
শুক্রবার (২৯ আগস্ট) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা সেখানে প্রাথমিক অভিযান শুরু করেছে।
এছাড়া গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবেও ঘোষণা দিয়েছে দখলদাররা। এখন থেকে গাজা সিটিতে ত্রাণ সহায়তার জন্য আরও কোনো বিরতি দেওয়া হবে না বলেও জানিয়েছে তারা। তীব্র সমালোচনার মুখে এক মাস আগে গাজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করে ইসরায়েল। উপত্যকাটির মানুষের কাছে যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেজন্য নির্দিষ্ট একটি সময়ে গাজায় হামলা বন্ধ রাখত দখলদাররা।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রি এক্সে এক পোস্টে লিখেছেন, “আমরা অপেক্ষা করছি না। আমরা প্রাথমিক অভিযান এবং গাজা সিটিতে হামলার প্রাথমিক পর্যায় শুরু করেছি। আমরা গাজা সিটির উপকণ্ঠে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাচ্ছি।”
এরআগে গাজায় কৌশলগত বিরতি বাতিলের ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, “আজ সকাল ১০টা থেকে, কৌশলগত স্থানীয় সামরিক বিরতি গাজা সিটিতে আর কার্যকর হবে না। এখন থেকে গাজা সিটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র।”
আজ আনুষ্ঠানিক ঘোষণা দিলেও আগস্টের শুরু থেকেই গাজা সিটির বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করছিল ইসরায়েল। এছাড়া শহরটির উপকণ্ঠে তাদের ট্যাংকও অবস্থান নিয়েছে। দখলদাররা গাজার সবচেয়ে বড় শহরটির নিয়ন্ত্রণ নিতে গত কয়েক সপ্তাহ ধরেই বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে নতুন ৬০ হাজার রিজার্ভ সেনাকে জড়ো করছে তারা।
আরও পড়ুন: ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
গাজার সিটিতে আকাশ ও স্থল থেকে অব্যাহত বোমাবর্ষণের কারণে অনেক মানুষ গাজার পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আলজাজিরা।
এমএল/