ট্রাম্পের শুল্ক নীতি বেশিরভাগই অবৈধ ঘোষণা: মার্কিন আদালত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০৮ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতিতে বড় ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ।
আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, ট্রাম্প ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) এর ক্ষমতার অপব্যবহার করেছেন। শুল্ক আরোপের এখতিয়ার কেবল কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। ১১ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে ৭ জন ট্রাম্পের আরোপিত শুল্ককে অসাংবিধানিক ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দখলদার ইসরায়েলের
রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে তা দেশের অর্থনীতিকে ‘ধ্বংসের মুখে’ ঠেলে দেবে। তিনি আরও দাবি করেন, শুল্ক প্রত্যাহার হলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে।
তবে আদালত আপিলের সুযোগ রেখেছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত রায় কার্যকর হবে না এবং ওই দিন মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ট্রাম্প ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন যে, তিনি এই রায়কে সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী
এদিকে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। কেউ মনে করছেন, এই রায় আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, আবার কেউ আশঙ্কা করছেন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।