Logo

হাজিদের জমজমের পানি উপহার বিমানের এমডির

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৪, ২৩:৩৫
32Shares
হাজিদের জমজমের পানি উপহার বিমানের এমডির
ছবি: সংগৃহীত

আগত হজ যাত্রীদের বিমান এর বোডিং গেইটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়

বিজ্ঞাপন

হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে পবিত্র হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি ৩৩২ ফ্লাইটে ৪১৯ জন হজ যাত্রী বাংলাদেশ প্রত্যাবর্তন করেছে।

বিজ্ঞাপন

এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পোস্ট ফ্লাইট অপারেশন্স এর শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত। আগত হজ যাত্রীদের বিমান এর বোডিং গেইটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রত্যেক হজ যাত্রীকে বিমান এর জমজমের পানি বিতরণ বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়। বিমান এর জমজমের পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঐা (অতিরিক্ত সচিব)। 

বিজ্ঞাপন

এসময়ে উপস্থিত ছিলেন জনাব মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান এর পরিচালক গ্রাহক সেবা জনাব হায়াত-উদ-দৌলা খাঁন (যুগ্মসচিব), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের উর্ধতন কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন

আগত হজ যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবছরে প্রি-হজ এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৭টি ফ্লাইটে ৪০৯৬৭ জন হজ যাত্রী পরিবহন করে। পোস্ট হজ এ বিমান ১২৫ টি ফ্লাইটের মাধ্যমে উক্ত যাত্রীদের বাংলাদেশে পরিবহন করবে। মদিনা থেকে ৩৪ টি ফ্লাইট পরিচালিত হবে, এর মধ্যে মদিনা-চট্টগ্রাম এ ৯ টি ফ্লাইট, মদিনা-সিলেট ৫ টি ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে মোট ৯১ টি ফ্লাইট পরিচালিত হবে, এরমধ্যে জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা ১২ টি ফ্লাইট, জেদ্দা-সিলেট-ঢাকা ৫ টি ফ্লাইট পরিচালিত হবে। প্রি-হজের ফ্লাইট এর ন্যায় পোস্ট হজে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD