দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪


দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতে দুই দিনের সরকারি সফর শেষে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (২২ জুন) রাত ৮টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


এর আগে এদিন স্থানীয় সময় বিকেলে ঢাকার উদ্দেশে ভারতের পালাম বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ সময় ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার (২১ জুন) ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন শেখ হাসিনা।


আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দিলেন মোদী


হায়দরাবাদ হাউজে শনিবার দুপুরে মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে ১০টি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এর মধ্যে ৩টি সমঝোতা নবায়ন করা হয়েছে।


স্বাক্ষর হলো যেসব সমঝোতা স্মারক


১. বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ।


২. ইন্ডিয়া-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ।


৩. সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি।


৪. স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন।


৫. ভারতের ইন-স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা।


আরও পড়ুন: ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: প্রধানমন্ত্রী


৬. দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা।


৭. সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা।


৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন।


৯. মৎস্যম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন।


১০. কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন-ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা।


জেবি/এসবি