রাসেলস ভাইপারকে লাথি মেরে হাসপাতালে যুবক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪
শরীয়তপুরের নড়িয়ায় রাসেলস ভাইপার সাপকে লাথি মারতে গিয়ে ইব্রাহিম (৪০) নামের এক যুবক ছোবল খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৪ জুন) রাতে জেলার নড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।
ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মোহাম্মদ মোকলেছের ছেলে।
আরও পড়ুন: ‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি’
ভুক্তভোগী ইব্রাহিম বলেন, “সাপটি রাসেলস ভাইপারের বাচ্চা ছিল, তাই পা দিয়ে মারতে চেয়েছিলাম। কিন্তু সেটি হঠাৎ করেই আমার পায়ে কামড় বসিয়ে দেয়। পরে আমি গেঞ্জি খুলে ক্ষত জায়গাটি বেঁধে হাসপাতালে ছুটে আসি। চিকিৎসক রক্ত পরীক্ষা করে বলেন, আমার শরীরে বিষ প্রবেশ করতে পারেনি।”
হাসপাতালের চিকিৎসকরা রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে ইব্রাহিমের শরীরে বিষ প্রবেশ করেনি বলে জানিয়েছেন। তবুও তাকে হাসপাতালে ভর্তি নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: সারদা পুলিশ একাডেমি থেকে ১৬ রাসেলস ভাইপার উদ্ধার
শরীয়তপুর সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) কনক জ্যাতি মন্ডল গণমাধ্যমকে জানান, “সোমবার রাত ১১টায় ইব্রাহিম হাসপাতালে আসেন। তাকে যে সাপটি ছোবল দিয়েছে, মোবাইলে সেই সাপটির ছবি দেখান তিনি। আসলে সাপটির নাম রাসেলস ভাইপার। আমরা রোগীর রক্ত পরীক্ষা করেছি। পরীক্ষায় দেখা গেছে, রাসেলস ভাইপার সাপটি তাকে ছোবল দিয়ে শরীরে বিষ প্রয়োগ করতে পারেনি। তাই আমরা রোগীকে পর্যবেক্ষণে রেখেছি।”
জেবি/এসবি