Logo

‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি’

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৪, ২৪:২৬
55Shares
‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি’
ছবি: সংগৃহীত

যেখানে তিনি লিখেন, “বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি।”

বিজ্ঞাপন

দেশজুড়ে আলোচনায় রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। তবে আলোচিত এই সাপকে বিদায় জানালেন সময়ের আলোচিত নায়িকা পরীমনি, আর স্বাগত জানালেন নিজেকেই। হঠাৎ কেন রাসেলস ভাইপারকে বিদায় জানিয়ে নিজেকে ওয়েলকাম করলেন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকা এই ঢাকাই ছবির নায়িকা?

বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসিরের করা মামলায় মঙ্গলবার (২৫ জুন) সকালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমনি, পান জামিন। এদিন দুপুর দেড়টার দিকে নায়িকার ফেসবুকে পেজে দুই লাইনের পোস্ট। যেখানে তিনি লিখেন, “বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি।”

বিজ্ঞাপন

কিন্তু কেন এমন রহস্যজনক পোস্ট দিলেন পরী?

বিজ্ঞাপন

বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় পরীমনির জামিন পাওয়া নিয়ে সকাল থেকে আলোচনা-সমালোচনা তো চলছেই, তারই মধ্যে খবর, পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের জেরে চাকরি হারাচ্ছেন গোয়েন্দা-গুলশান বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলায়েন।

বিজ্ঞাপন

এই পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরামর্শ চেয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

বিজ্ঞাপন

এ ঘটনা নিয়েও এরইমধ্যে আলোচনা তুঙ্গে রয়েছে। এর ফলে একই দিনে দুটি ঘটনায় ফের আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে এসেছেন পরীমনি। যা অজানা নয় নায়িকার। এছাড়া এই আলোচনায় যে সহসাই দাড়ি পড়বে না, তাও বুঝতে পারছেন। তাই হয়তো ওই পোস্ট।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD