দলের ব্যর্থতা ব্যাখায় আমার ৩০ মিনিট লাগবে: পাপন


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪


দলের ব্যর্থতা ব্যাখায় আমার ৩০ মিনিট লাগবে: পাপন
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৫ জুন) সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে আগে ব্যাট করে ১১৫ রান সংগ্রহ করে রশিদ খানের দল। সেই রান টপকালেই শুধু চলত না, সেমিতে খেলতে বাংলাদেশকে ১২.১ ওভারে লক্ষ্য পূরণ করতে হতো। কিন্তু সেই সমীকরণ মেলানো তো দূরের কথা, জয়ের দেখাই পায়নি শান্ত-সাকিবরা। মাত্র ১০৫ রানে অলআউট হয়ে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিদায় নিশ্চিত করে তারা।


আরও পড়ুন: একযুগের ক্যারিয়ারে সবচেয়ে বড় ধস সাকিবের


বুধবার (২৬ জুন) বাংলাদেশ দলের হার ও বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপনের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। যেখানে পুরো বিষয়টি ব্যাখ্যায় ৩০ লাগবে বলে জানান তিনি। এজন্য সাংবাদিকদের আমন্ত্রণও জানিয়েছেন পাপন, যদিও ওই ব্রিফিংয়ের সুনির্দিষ্ট কোনো সময় এখনও জানানো হয়নি।


অনেকটা তাড়াহুড়োর মুখে পাপন বলেন, ‘এটা শুধু কালকের ম্যাচ না, পুরো টুর্নামেন্ট নিয়ে (বলব) যা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এখানে পুরা জিনিসটাই…পারফরম্যান্স বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ডে অনেক কথা-ই বলতে হবে। এটা না হলে আপনারাও বুঝবেন না, কেউ বুঝবে না। আপনারা আসেন মিনিমাম আধাঘণ্টা লাগবে আমার ব্যাখা করতে।’


আরও পড়ুন: লজ্জার বিশ্বকাপের সঙ্গে যত টাকা নিয়ে দেশে ফিরবে টাইগাররা


সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুন (শুক্রবার) সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে ক্রিকেটাররা।


জেবি/আজুবা